সমালোচনার মুখে রাজাকারের তালিকা স্থগিত
বিতর্ক ও বিক্ষোভের মধ্য দিয়ে প্রকাশের চার দিনের মাথায় রাজাকারদের তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বিজয় দিবসের আগের দিন মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ রাজাকারের ওই তালিকা প্রকাশ করে।
বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তালিকা স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারদের তালিকা যাচাই-বাছাই ও সংশোধনের পর নতুন করে প্রকাশের নির্দেশ দিয়েছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আরো পড়ুন: রাজাকারের তালিকা প্রকাশ করে ‘মৌচাকে ঢিল’ মেরেছি আমি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
২৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান।